চকরিয়া দারুস সুফফাহ তাহফিজুল কুরআন মাদরাসায় পাগড়ি পেলো ১২হিফজ সমাপ্তকারী

চকরিয়া টাইমস : 

চকরিয়া পৌরশহরের বাসটার্মিনালস্থ চকরিয়া দারুস সুফফাহ তাহফিজুল কুরআন মাদরাসার ২০২৫সালের ১২জন হিফজ সমাপ্তকারী হাফেজ শিক্ষার্থী পেয়েছে পাগড়িসহ বিশেষ সম্মাননা ক্রেস্ট। বুধবার (১০ডিসেম্বর) এ উপলক্ষে মাদরাসা ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হয় পাগড়ি প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

বর্ণাঢ্য অনুষ্ঠানে পাগড়িপ্রাপ্ত (দস্তারবন্দী) শিক্ষার্থীরা হলেন; হাফেজ মোহাম্মদ সা'আদ, হাফেজ মোহাম্মদ আবদুল আজিজ, হাফেজ মোহাম্মদ মিজবাহ উদ্দীন, হাফেজ মোহাম্মদ সিফাত, হাফেজ মোহাম্মদ তানভীর হোছাইন, হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন মারুফ, হাফেজ মোহাম্মদ শেফায়েত আজিজ রাজু, হাফেজ মোহাম্মদ তাহসিন আজিজ ওয়াকি, হাফেজ মোহাম্মদ সাদমানুর রহমান লাবিব, হাফেজ মোহাম্মদ ইশতিয়াক হোসেন ও হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম আবিদ। 

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা হাবিবুল করিমের সার্বিক পরিচালনায় এবং সহকারী শিক্ষক মো. দিদারুল ইসলাম ও মো. এমরান হোসাইনের সহযোগিতায় অধিবেশনভিত্তিক মাহফিলে সভাপতিত্ব করেন চকরিয়া কেন্দ্রীয় মারকাজের তাবলীগ আমীর মাওলানা মো. হানিফ ও চকরিয়া বাসটার্মিনালস্থ চাঁদ মিয়া হোসেন কমপ্লেক্সের স্বত্বাধিকারী আলহাজ্ব বশির আহমদ সওদাগর। 

এতে আলোচনা পেশ করেন চট্টগ্রাম পটিয়া জামিয়া ইসলামিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা পরিচালক আল্লামা হাফেজ মুফতি জসিম উদ্দিন কাসেমী, চকরিয়ার দরবেশকাটা মাদরাসার মুহাদ্দিস আল্লামা নুরুল আবছার, চট্টগ্রাম দোহাজারী মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল-মারুফ ও চট্টগ্রাম রাঙ্গুনিয়া মহিউচ্ছুন্নাহ মাদরাসার শিক্ষক ইসলামী আলোচক মাওলানা আজিজুল হাসান। 

পরে মাদরাসার উন্নতি ও সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: