চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের সফলতার অর্ধযুগ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতা-২০২৫ এবং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান কার্যালয় সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে জমকালো আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত ইভেন্টে ছিলো; স্থানীয় যুবসমাজ ও মুরব্বীদের অংশগ্রহণে হাড়ি ভাঙ্গা, মুরগির লড়ায়, মিনি টাইব্রেকার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা।
বিকাল সাড়ে ৪টায় রাইজিং স্টার ফাউন্ডেশনের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমানুল ইসলামের সঞ্চালনায় বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সাবেক এজিপি এডভোকেট আহমেদ মিরাজ, চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর মোহাম্মদ এহসানুল হক ও বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মোহাম্মদ ইসমাঈল।
এসময় রাইজিং স্টার ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাবেক সভাপতি রাইহানুল ইসলাম, সাবেক সম্পাদক মোহাম্মদ পারভেজ, বর্তমান সাংগঠনিক সম্পাদক তানজিরুল ইসলাম, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ওপেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, শিক্ষা উপকরণসহ আর্ষণীয় পুরস্কার তুলে দেন।


0 comments: