চকরিয়া টাইমস:
চকরিয়ার ইসলামনগরস্থ মাদ্রাসা হযরত ওসমান বিন আফফান (রা.) এর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বছরের নতুন বই।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আবদুর রউফ মনছুরের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শিক্ষা পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষকদের মধ্যে মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আনসারুল করিম, মাওলানা শাহেদ হোসাইন, মাওলানা শাকের, অভিভাবকদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা সদস্য এখলাছুর রহমান ও বিশিষ্ট সমাজসেবক আবদুল আলীমসহ অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষার্থীরা।


0 comments: