চকরিয়া টাইমস:
চকরিয়ার ডুলাহাজারা কাটাখালী মজিদিয়া ছিদ্দিকীয়া হেফজখানা এতিমখানা ও নূরানী মাদরাসার দুই দিনব্যাপী ২৯তম বার্ষিক সভা-২০২৬ মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। এতে প্রথমদিন হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং দ্বিতীয়দিন হিফজ সম্পন্নকারী ৬২জন হাফেজ শিক্ষার্থীকে দস্তারবন্দী (পাগড়ি) করা হয়।
বৃহস্পতিবার ও শুক্রবার (৮ ও ৯ জানুয়ারি) অনুষ্ঠিত বার্ষিক সভায় অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা আ.ক.ম সাদেক, মাওলানা আবদুল মান্নান ও মাওলানা আবদুল্লাহ।
বর্ণাঢ্য অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মকছুদ আহমদ ও জামেয়া ইসলামিয়া ঝিরি মাদরাসার প্রধান পরিচালক মাওলানা খোবাইব বিন তৈয়ব।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ মাছুমের সার্বিক তত্ত্বাবধানে দুই দিনব্যাপী বার্ষিক সভায় আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা ক্বারী নুরুছ সুলতান, মাওলানা শওকত ওসমান কাসেমী, হাফেজ মাওলানা মুহাম্মদ আজিজ, মাওলানা আবদুর রহমান, মাওলানা মুফতি আবরারুল হক, মাওলানা হাফেজ সাইফুল ইসলাম ও মাওলানা গিয়াস উদ্দিন নূরী।
এদিকে সবার সমাপনী অধিবেশনে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ মাছুমের তৃতীয় ছেলে মুফতি আবরারের বিবাহের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। আকদ অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মকছুদ আহমদ। পরে মাদরাসার সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

0 comments: