চকরিয়া টাইমস:
চকরিয়া উপজেলা ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বানিয়ারছড়া স্টেশনে দারুল উলুম আল্-ইসলামীয়া মাদরাসা এতিমখানা ও হেফাজখানার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬নভেম্বর) দিনব্যাপী বার্ষিক সভায় জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুর মাদরাসার মুহাদ্দিস মুফতি ওয়ালি উল্লাহ ঢাকা, মাওলানা ছরোয়ার আলম কুতুবীসহ স্থানীয় আলেম উলামাগণ আলোচনা পেশ করেন।
বার্ষিক সভায় জামিয়া দারুণ মা'আরিফ শায়ক সাইফুল্লাহ মাদানী ও চকরিয়া তানজীমে আহলে হকের সভাপতি মুফতি এনামুল হকের সভাপতিত্বে মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন বানিয়ারছড়া দারুল উলুম আল ইসলামীয়া মাদরাসার পরিচালক আলহাজ্ব মোহাম্মদ হাছন আলী। এসময় মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 comments: