ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগের নাজরানা পেশ করতে হবে : চকরিয়ায় রুকন সম্মেলন

চকরিয়া টাইমস: 

কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে চকরিয়া অঞ্চলের (উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি) বিশেষ রুকন (সদস্য) সম্মেলন শনিবার (১৫ নভেম্বর) চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।

প্রধান বক্তা ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ মোহাম্মদ এডভোকেট শাহজাহান ও কর্মপরিষদ সদস্য আখতার আহমদ। এসময় চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পৌরসভার আমীর আরিফুল কবির, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার আমীর মাওলানা ফরিদুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে তিন সাংগঠনিক উপজেলার ৫ শতাধিক নারী-পুরুষ রুকন সদস্য উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের রুকন সদস্যরা হলেন সমাজ পরিবর্তনের অগ্রণী শক্তি। তাদের আদর্শ জীবন, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। তাই দেশের যে কোনো সংকট মোকাবিলায় রুকনদের সর্বোচ্চ ত্যাগের নাজরানা পেশ করতে হবে।        



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: