চকরিয়া টাইমস:
চকরিয়ার দক্ষিণ হাজিয়ান আমতলী ইসলামী তৌহিদী কাফেলার উদ্যোগে ২৪তম ঐতিহাসিক বিশাল সীরাতুন্নবী (সঃ) মাহফিল রোববার ১৬ নভেম্বর দক্ষিণ হাজিয়ান আমতলী সীরাত ময়দানে অনুুষ্ঠিত হয়েছে।
বিশাল মাহফিলে সভাপতিত্ব করেন দক্ষিণ হাজিয়ান পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শাহাব উদ্দিন।
উক্ত মাহফিলে মাওলানা মুহাম্মদ সাদিকুর রহমান আল আযহারীসহ দেশ বরেণ্য ও স্থানীয় ওলামা মাশায়েখগণ আলোচনা পেশ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন চাকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী ও বিশেষ অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুব উদ্দিনসহ এলাকার বিশিষ্টজন।
এসময় মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মোবারক আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মানিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সদস্য মুহাম্মদ বাবু, মোহাম্মদ জুনাঈদুল ইসলাম, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ সাহেদসহ সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: