চকরিয়া টাইমস:
চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা।
রোববার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় চকরিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলো চত্বর থেকে শুরু হয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে বিশাল এ মিছিল পৌরশহরের চিরিংগা থানা রাস্তার মাথা এলাকা প্রদক্ষিণ করে জনতা মার্কেট এলাকায় মহাসড়কে ব্যারিকেট দিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অনিতিবিলম্বে মরণফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবি কর্মসূচির একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ ও ছাত্রপ্রতিনিধি ইবরাহিম ফারুক সিদ্দিকী।
এছাড়া সংহতি প্রকাশ করে মিছিলে অংশগ্রহণ করেছেন সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, সাংবাদিক রুহুল কাদের, সাংবাদিক নজরুল ইসলাম, যুবপ্রতিনিধি মাহমুদুর রহমান সুমন, হাসান কাদের, আলিফুল মতিন আদরসহ সর্বস্তরের জনতা।

0 comments: