চকরিয়া টাইমস:
চকরিয়ায় নব প্রজন্ম সোসাইটির উদ্যোগে নূরানী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় একই সময়ে দুইটি কেন্দ্রে চকরিয়া গ্রামার স্কুল এবং মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে ১হাজার ৯শ’ ৬৫জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চকরিয়া-পেকুয়া আসনের সংসদ পদপ্রার্থী মাওলানা ছরওয়ার আলম কুতুবী। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসা করেন।
নব প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক মাওলানা শমশুল হক বলেন, “চকরিয়া উপজেলায় দ্বীনি শিক্ষার মান উন্নত করা এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা যাচাইয়ের উদ্দেশ্যে প্রতি বছর এ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। এ বছর অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় আরও বেড়েছে।”
নব প্রজন্ম সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ঈসা বলেন, “ধর্মীয় জ্ঞান ও সাধারণ জ্ঞানে শিক্ষার্থীদের যোগ্যতা পরিমাপের লক্ষ্যে আমরা এই বৃত্তি পরীক্ষা চালু করেছি। শিক্ষার্থীদের আগ্রহ, অভিভাবকদের সহযোগিতা এবং পরিচালকদের সমন্বিত প্রচেষ্টায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”
পরীক্ষার সার্বিক তদারকিতে ছিলেন আয়োজক কমিটির কর্মকর্তারা। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিকরাও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পুরো কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষা শেষে আয়োজকরা জানান, মূল্যায়ন শেষে ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে আগামী বছর আরও বিস্তৃত পরিসরে মেধাবৃত্তি আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।
অন্যদিকে নব প্রজন্ম সোসাইটির এ সফল আয়োজন স্থানীয় শিক্ষাঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে। তাছাড়া অভিভাবকরা এ বৃত্তি দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

0 comments: