জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার জেলা শাখার উদ্যোগে শিশু সমাবেশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার পরিচালক আবু নাঈমের পরিচালনায় চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা সভাপতি প্রফেসর চৌধুরী মোহাম্মদ আজম খান। বিশেষ অতিথি ছিলেন শাখার ক্রীড়া উপদেষ্টা মো. সাইফুল ইসলাম।
এসময় শাখার প্রাক্তন পরিচালক সাদ্দাম হোসেন, প্রাক্তন পরিচালক আমির হোসেন, প্রাক্তন সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার বিন হোসাইন ও প্রাক্তন সংগঠক আরমান মোহাম্মদ রাফিসহ শাখা ও আসরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় শাখার প্রাক্তন পরিচালক সাদ্দাম হোসেন, প্রাক্তন পরিচালক আমির হোসেন, প্রাক্তন সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার বিন হোসাইন ও প্রাক্তন সংগঠক আরমান মোহাম্মদ রাফিসহ শাখা ও আসরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাইন্ড ম্যারাথন, দেয়ালিকা, চিত্রাঙ্কনসহ ৫টি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
.jpg)
.jpg)
0 comments: