চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী এলাকায় গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শুরু হয় এ গণসংযোগ। জননেতা আবদুল্লাহ আল ফারুক চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মো. আরিফুল কবির, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন নূরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিদের সঙ্গে নিয়ে এলাকাবসীর সাথে সালাম ও কুশলাদি বিনিময় করেন। তিনি সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
পরে বিকাল চারটায় আসরের নামাযের পর ভরামুহুরীস্থ একজন প্রবাসীর জানাযার নামাযে অংশগ্রহণ করেন তিনি।
সেখান থেকে মাগরিবের আযানের আগে খোদারকুমস্থ ক্যামব্রিয়ান স্কুলের সামনে বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে গণসংযোগ কার্যক্রম শেষ হয়।
এসময় জামায়াত নেতা মাওলানা ওসমান গণি, মাওলানা মুনির উদ্দিন, মামুনুর রশিদ নূরী, আতিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
.jpg)
0 comments: