চকরিয়া টাইমস:
চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নস্থ সুপরিচিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দীঘিরপাড় বাবুল জান্নাত মুত্তাকি হিফযখানা মাদরাসার ২০২৫সালের বিদায়ী হিফয সম্পন্নকারীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান শনিবার ২৭ডিসেম্বর রাত ১০টায় মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত পাপড়ি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দীঘিরপাড় বাবুল জান্নাত মুত্তাকি হিফযখানা মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মুহাম্মদ আজিজুর রহমান।
মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাঈলের পরিচালনায় হিফয সম্পন্ন ১০জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পড়িয়ে দেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.ক.ম সাদেক।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিরপাড় বাবুল জান্নাত মুত্তাকি হিফযখানা মাদরাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এখলাস।
এসময় হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন; হাফেজ মুহাম্মদ মাহমুদুর রহমান উজাইর, হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল রিগান, হাফেজ মুহাম্মদ রাইয়ানুল ইসলাম, হাফেজ হোসাইন মুহাম্মদ নাহিন, হাফেজ মুহাম্মদ তামজিদুল ইসলাম, হাফেজ নূরশেদ মুহাম্মদ মাহিম, হাফেজ মুহাম্মদ রাকিব হাসান নাদিব, হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, হাফেজ মুহাম্মদ মুস্তাকিম ও হাফেজ মুহাম্মদ সাখাওয়াত হোসাইন।

0 comments: