চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ পালাকাটা গ্রামে ১৯৫০সালে প্রতিষ্ঠিত হয় অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পালাকাটা দাখিল মাদরাসা। চড়াই উতরায় প্রতিষ্ঠার ৬যুগের বেশি সময় পেরিয়ে বর্তমানে মাদরাসাটি সংশ্লিষ্ট দপ্তর থেকে আলিম শ্রেণির অনুমোদন লাভ করেছে। ফলে প্রতিষ্ঠানটি এখন থেকে ‘পালাকাটা আলিম মাদরাসা’ হিসেবে পরিচিত হয়।
সূত্রে জানা গেছে, প্রয়াত সুপার আলহাজ্ব মাওলানা জাকের উল্লাহ মুনিরী (রহ.) থেকে শুরু করে সাবেক সুপার আলহাজ্ব মাওলানা নুরুল হোছাইন এবং তৎসময়ের মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলম বাহার প্রতিষ্ঠানটি আলিম শ্রেণিতে উন্নীতকরণে দীর্ঘ চেষ্টা ও অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তাদের প্রচেষ্টায় আলিম মানে উন্নীতকরণে সংশ্লিষ্ট কাগজপত্রের ফাইল মাদরাসা শিক্ষাবোর্ডে জমা দেয়া হয়। এর প্রেক্ষিতে নতুন আলিম স্তরের প্রাপ্যতা নাই উল্লেখ্য করে গত ২০২৪সালের ৫মার্চ ওই ফাইলটি বাতিল করে দেয় মাদরাসা শিক্ষাবোর্ড।
ইতোমধ্যে ২০২৫সালের ১এপ্রিল অবসর গ্রহণ করেন মাদরাসা সুপার মাওলানা নুরুল হোছাইন। অবসরজনিত কারণে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তৎসময়ের সহ-সুপার মুফতি মাওলানা মুহাম্মদ এহছানুল হক নাঈমী। তিনি ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব গ্রহণের পর থেকে পরিচালনা কমিটির সাথে সমন্বয় করে প্রাতিষ্ঠানিক মানসম্মত পাঠদান নিশ্চিতকরণসহ একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সেজান মাহাবুবসহ সংশ্লিষ্টদের পরামর্শ ও সহযোগিতায় ২০২৫সালের ১৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট দপ্তরে পুনরায় নতুন করে আলিম স্তরে পাঠদানের অনুমতি পাওয়ার আবেদন করেন ভারপ্রাপ্ত সুপার মুফতি মাওলানা মুহাম্মদ এহছানুল হক নাঈমী। এতে নিরলস পরিশ্রমের ফলশ্রুতিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চলতি বছরের ২০২৬ শিক্ষাবর্ষের ১১জানুয়ারি আলিম শ্রেণির অনুমোদন লাভ করে প্রতিষ্ঠানটি।
এদিকে পালাকাটা দাখিল মাদরাসা আলিম শ্রেণিতে উন্নীত হওয়ায় এলাকার সংশ্লিষ্ট অভিভাবক, কমিটি, মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তারা মনে করেন; পালাকাটা দাখিল মাদরাসায় আলিম শ্রেণি অনুমোদন হওয়ার মধ্যদিয়ে প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক শিক্ষার দ্বার উম্মোচিত হয়েছে। এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন তারা।
অন্যদিকে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মুফতি মাওলানা মুহাম্মদ এহছানুল হক নাঈমী মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাদরাসা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

0 comments: