চকরিয়া টাইমস:
আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমূহ প্রাপ্তি, জেন্ডার ন্যায্যতা নিশ্চিতকরণ, ইকোসিস্টেম ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপজেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) চকরিয়া উপজেলার মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার। সভায় সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রোগ্রাম ম্যানেজার মো. মনিরুজ্জামান টিটু। সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংস্থাটির প্রকল্প কর্মকর্তা মিফতা বিনতে ইউছুপ।
এতে বিশেষ অতিথি ছিলেন অক্সফাম ইন বাংলাদেশ-এর প্রোগ্রাম কোর্ডিনেটর সৈয়দা মাকসুদা জাহান, চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন ও উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় পর্যায়ে টেকসই পরিকল্পনা গ্রহণ, নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়।

0 comments: