নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আজ রোববার (১৩ জুলাই) সকাল ১১টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ শাহজাহান, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক মহল ও বিভিন্ন বাহিনীর উর্ধতন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
সভার এক পর্যায়ে মুক্ত আলোচনায় জামায়াত নেতৃবৃন্দ- সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, রাজনৈতিকদল, ছাত্র প্রতিনিধি ও অন্যান্য স্টেকহোল্ডারদের আরো বলিষ্ঠ ভূমিকা পালনের আহবান জানান।
নেতৃবৃন্দ বলেন, দেশের যাবতীয় সংকট আমাদেরকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। মব জাস্টিসকে পশ্রয় দিলে দেশের ভবিষ্যত ক্ষতিগ্রস্ত হতে পারে। নেতৃবৃন্দ, জেলা, উপজেলা প্রশাসনের প্রতি শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পূনর্বাসনের দাবি জানান।
0 comments: