চকরিয়া টাইমস :
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন জিপিএ-৫সহ সর্বোচ্চ ১২৬৩ নাম্বার পেয়ে কক্সবাজার জেলার প্রথম হয়েছে চকরিয়ার জয়া খাতুন। এরই মধ্যদিয়ে চট্টগ্রাম বোর্ডে মেধা তালিকায় ১৫তম স্থান অর্জন করেছে। সে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ কৃতিত্বের স্বাক্ষর রাখে। কৃতি শিক্ষার্থী জয়া খাতুন পাইকারি কসমেটিকস ব্যবসায়ী হাসানুর রহমান সরকার ও শাহীনা বেগম দম্পতির সুযোগ্য কন্যা।
সূত্রে জানা গেছে, মেয়ের দাদার বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তপাড়া গ্রামে হলেও নানার বাড়ি চকরিয়া পৌরশহরের ৮নং ওয়ার্ড সোসাইটিপাড়ায়। দীর্ঘদিন ধরে চকরিয়া পৌরশহরে পাইকারি কসমেটিক সামগ্রীর ব্যবসা বাণিজ্য করে আসছিল কৃতি শিক্ষার্থী জয়ার পিতা হাসানুর রহমান সরকার। সেই সুবাধে জয়ার জন্মস্থান ও পৈত্রিক নিজস্ব নিবাস বর্তমানে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সোসাইটিপাড়ায়।
এদিকে মেধাবি শিক্ষার্থী জয়া খাতুনের এ অসাধারণ সাফল্য পরিবারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বমহলে প্রশংসার জোয়ারে ভাসছে।
0 comments: