চকরিয়া টাইমস:
কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য সুরক্ষায় বাংলাদেশ সিনাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার (২৪জুন) নিরাপদ খাদ্যের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন- সকলকে সুস্থ থাকার লক্ষ্যে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার আহবান জানান।
এতে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পরিবেশ কর্মকর্তা, প্রেসক্লাব সহ-সভাপতি, ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিসহ স্কাউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছবি-প্রতিকী
0 comments: