গোপালগঞ্জে এনসিপি’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ

 চকরিয়া টাইমস : 

গোপালগঞ্জে এনসিপি’র উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হয়। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টায় অনুষ্ঠিত মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পৌরসভা চত্বরে সমাবেশে মিলিত হয়। 

শহর জামায়াতের আমীর কক্সবাজার-১ আসনের এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর কক্সবাজার-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। 

শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় সমাবেশে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, দেলাওয়ার হোসাইন, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: