চকরিয়া টাইমস:
চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জুলাই শহীদ দিবস-২০২৫ এর আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ আহসান হাবিবসহ সেদিনের সকল শহীদের।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষেদের মোহনা মিলনায়তনে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, চকরিয়া প্রেসক্লাব কর্মকতর্কা ও জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ছাত্রপ্রতিনিধিসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এরআগে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা আমির হোসেনের সার্বিক তত্বাবধানে জুলাই শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত সম্পন্ন হয়।
0 comments: