চকরিয়া টাইমস:
চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জুলাই আন্দোলন কক্সবাজারে নিহত শহীদ আহসান হাবিব হাসানের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার (১৮ জুলাই) শহীদের নিজগ্রাম ছড়ারকুল কেন্দ্রীয় জামে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, শহীদ আহসান হাবিব দেশের জন্য বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য জীবন দিয়েছেন। জাতি তাদের অবদান আজীবন শ্রদ্ধাভরে স্মরণে রাখবে। এই আত্মত্যাগ কখনও বৃথা যেতে পারে না। ইসলামের বিজয় তথা আগামী দিনে বৈষম্যহীন ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শহীদ আহসান হাবিবের গর্বিত পিতা হেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সৈয়দ করিম, চকরিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম ও শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা ফজলুল কাদের।
এসময় ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাস্টার এনামুল হক, ফরিদুল আলম চৌধুরী, এইচ.এম এরশাদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আতিকুর রহমান, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার এহসান উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুনিরুল আলম কুতুবী, হাফেজ মহিউদ্দিন, হামিদ হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments: