চকরিয়া টাইমস:
কক্সবাজারের ঈদগাহ-ঈদগড় সড়কে নিয়মিত সশস্ত্র সন্ত্রাসীদের অপহরণরোধে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ সালাহউদ্দিন এর সাথে জরুরী বৈঠক ও স্মারকলিপি প্রদান করেছেন ‘আপ বাংলাদেশ’ জেলা টিম। অপহৃত দুইজন ভুক্তভোগী বনি ইয়ামিন ও মো. মহসিনও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৪ জুন) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ফায়াজ শাহেদ ও তানভীর আজমের নেতৃত্বে এ স্মারকলিপি জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সংগঠক কফিল উদ্দিন, নুরুল আমিন, সাইফুল ইসলাম সাইমন, কামরুল হাসান মিনার, আবু হেনা, শফিক, মিনহাজ, হাফেজ কায়সার, সাইফুল ইসলাম প্রমুখ।
সংক্ষিপ্ত মিটিং শেষে স্মারকলিপির রিসিভড কপি গ্রহণ করেন ফায়াজ শাহেদসহ জেলা নেতৃবৃন্দ। এদিকে দ্রুত নিষ্পত্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে বসবেন বলেও ভুক্তভোগীদের আশ্বস্ত করেছেন আপ বাংলাদেশের এ প্রতিনিধিদল।
0 comments: