শহর রক্ষাবাঁধ ও নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

চকরিয়া টাইমস : 

চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড কোচপাড়াস্থ মজিদিয়া পৌর আলিম মাদরাসা হতে মাতামুহুরী নদীর ভাঙ্গন প্রতিরোধে শহর রক্ষাবাঁধ টেকসই করার দাবিতে  মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন সামাজিক সংগঠন।

মঙ্গলবার (৩ জুন) মানববন্ধন কর্মসূচির সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, পৌরসভা যুবদলের সাবেক  সভাপতি সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, মাস্টার গোলাম মাওলা, ৮নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, যুবনেতা নুর মোহাম্মদ সিকদার। এসময় ছাদেকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম আসলে আতঙ্কে দিন কাটে এ এলাকার হাজারো পরিবার ও ব্যবসায়ীদের। এমনকী বেঁড়িবাধ ভেঙে সর্বস্ব হারানোর ভয়ে স্ত্রী সন্তান নিয়ে নির্ঘুম রাত কাটান অনেক পরিবার। এ অবস্থায় কোচপাড়া থেকে মজিদিয়া আলীম মাদ্রাসা পর্যন্ত এলাকা ও ১নং শহর রক্ষা বাঁধ হয়ে মাতামুহুরি ব্রিজ পর্যন্ত মাতামুহুরি নদীর তীরে আরসিসি ব্লক ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসন, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারসহ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।

অন্যদিকে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকায় বালুর মেশিন বসিয়ে যারা বালু উত্তোলন করছে তাদের কঠোর হুশিয়ারি দেন তরুণ জননেতা শহিদুল ইসলাম ফোরকান। তিনি বলেন, প্রশাসন যদি এসব অবৈধ বালুর মেশিন বন্ধ না করে তাহলে এলাকার মানুষকে সাথে নিয়ে নিজেরাই ভেঙে দিবেন। ৮নং ওয়ার্ডে কোনো ধরনের বালুর মেশিন বসাতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এলাকায় যারা বালুর মেশিন বসিয়ে ব্যবসা করছেন, তারা হাজার হাজার মানুষের জানমালের ক্ষতি করছেন। যার ফলে অসংখ্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই এলাকাবাসীর জানমাল রক্ষার্থে অনতিবিলম্বে নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: