চকরিয়া টাইমস:
হাজীদের সেবামূলক প্রতিষ্ঠান শাহ আবরার হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলস চকরিয়া’র আয়োজনে হাজীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশ-২০২৫ শনিবার (১০ মে) পৌরশহরের জনতা শপিংস্থ সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন ও আবদুর রহিম বোখারীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ আবু সাঈদ মুহাম্মদ তানজীম।
প্রতিষ্ঠানের উপদেষ্টা চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদুস আনোয়ারী আল আযাহারীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জিয়াউল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অক্সফোর্ড ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব প্রকৌশলী হেমায়েত উদ্দিন রিয়াজ।
এতে বিশেষ অতিথি ছিলেন রাজাখালী বেশারাতুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ চকরিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন ফারুক।
দিনব্যাপি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে হজ্বের দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন এম.এ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চিফ সেন্টার ভিজিটর এন্ড ম্যাজিস্ট্রেট প্রফেসর মোহাম্মদ ইলিয়াস কোবরা, বদরখালী এম.এস ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল বাশার ও কোরালখালী জিন্নুরাইন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুর রহমান।
প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আবদুর রউফ মনছুরের সার্বিক পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন সালমান ফার্সী মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ, ইমাম বোখারী (রঃ) মাদরাসার পরিচালক ফয়েজুল গণি বোখারী, সহকারী পরিচালক মাওলানা মনির উল্লাহ, সবুজ বাংলা ট্রাভেলস এজেন্সির পরিচালক মাওলানা জসিম উদ্দিন, সাইকুল ইসলাম, তরুণ আলেমেদ্বীন হাফেজ মো. মহিউদ্দিন, শাহ আবরার হজ্ব কাফেলা চকরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মাওলানা আবু তৈয়ব, সহকারী ব্যবস্থাপক নুরুল ইসলাম, ফিল্ড অফিসার মোহাম্মদ শাহজাহান কোম্পানি, মার্কেটিং অফিসার সম্রাট শেখ আহমদ শাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: