চকরিয়ায় উপকারভোগিদের মাঝে যাকাত ফান্ডের ৩লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চকরিয়া টাইমস :


চকরিয়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি যাকাত ফান্ডের ২০২৪-২৫ অর্থ বছরের বরাদ্দকৃত ৩লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) চকরিয়া উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী।

ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আমির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মো: ফরিদ উদ্দীন, সাহারবিল রামপুর জামেয়া আননেছাইয়া কাওমী মহিলা মাদরাসা মুহতামিম মাওলানা রাশেদুল হক, মজিদিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা নুরুল আবছার ছিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ওসমান গণি এমএ ও মাওলানা আবুল হাসেম প্রমুখ।

অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে গৃহমেরামতের জন্য ২৭জনকে জনপ্রতি ৮হাজার করে ২লাখ ১৬হাজার টাকা, চিকিৎসার জন্য ১১জনকে ৫হাজার করে ৫৫হাজার টাকা, হাসঁ মুরগী পালনের জন্য ১৩ জনকে ৫হাজার টাকা করে ৬৫হাজার টাকা, ছাগল পালনের জন্য ৪ জনকে ৭হাজার টাকা করে ২৮হাজার টাকা, ক্ষুদ্র ব্যবসার জন্য ২ জনকে, ১২হাজার টাকা করে ২৪হাজার টাকাসহ সর্বমোট ৩লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: