দেশের স্থিতিশীলতা বিনষ্টকারীদের দমনে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস : 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সম্ভাবনার এই লগ্নে বিভিন্ন অপকর্মমূলক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা দুষ্কৃতকারী। অসাধু উদ্দেশ্যে দেশকে নৈরাজ্যকর ও অস্থিতিশীল করার জন্য লিপ্ত রয়েছে গণতন্ত্র ধ্বংসকারীরা। দেশের স্থিতিশীলতা বিনষ্টকারী এই অপশক্তি দমনে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বুধবার (৭ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীলদের এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, সরকারকে কোনো ধরনের সময় বা সুযোগ না দিয়েই রাষ্ট্রের বিভিন্ন অংশে অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রচেষ্টা চলমান রয়েছে। অবৈধভাবে অর্থ ছড়িয়ে বিভিন্ন গোষ্ঠীকে উত্তেজিত করে রাজপথে নামানো হচ্ছে। এখন সময় এসেছে এই ষড়যন্ত্র এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার। সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে এবং দৃঢ়তার সাথে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সরকারের পাশাপাশি জনগণকেও দৃঢ় পদক্ষেপ নিতে হবে, যেকোনো ধরনের বৈষম্য এবং ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে, যাতে আমাদের প্রিয় মাতৃভূমি উন্নয়নের পথে এগিয়ে যায়।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্টের মিথ্যা মামলায় কারাগারে বন্দী রয়েছেন। আমরা আজকের বৈঠক থেকে আমাদের প্রিয় নেতা এটিএম আজহার ভাইয়ের মুক্তির দাবি করছি।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের দেওয়ানবাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অঞ্চল দায়িত্বশীল সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লা ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর, সংসদীয় দলের সাবেক হুইপ ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, মাওলানা মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কক্সবাজার জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিবুল্লাহ,রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার, কক্সবাজার জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, রাঙামাটি জেলা সেক্রেটারি মনছুরুল আলম, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, বান্দরবান জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: