চকরিয়া টাইমস:
কারান্তরীণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ.টি.এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা।
বুধবার (৭ মে) দুপুর দুইটায় মিছিলটি কক্সবাজার শহরের বাজারঘাটা নিউ মার্কেট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক মো. আলাউদ্দিন আবির।
এসময় রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আ.ন.ম হারুন, শ্রমিক নেতা আমিনুল ইসলাম, মো. বাহাদুর, ছাত্রনেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে জুলাইসহ সকল গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
0 comments: