চকরিয়া টাইমস :
“দক্ষ সংগঠক, বিস্তৃত আহবান“ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার অঞ্চলের সংগঠকদের নিয়ে আঞ্চলিক কর্মশালা-২০২৫ সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ মে) কক্সবাজারের হোটেল ওশান ভিউর হলরুমে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রধান পরিচালক সাইফুল ইসলাম।
অঞ্চল তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক আল আমিনের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসরের সিএসডি সম্পাদক অগ্রপথিক মাহফুজুর রহমান ও কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক সুলতান মাহমুদ মুস্তাকিম।
অনুষ্ঠানে শিশু সংগঠন পরিচালনায় শিশু সংগঠকদের ভূমিকার উপর বিভিন্ন ইভেন্টে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে বিভিন্ন আলোচনার উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বান্দরবান শাখার পরিচালক অগ্রপথিক আজিজ মাহমুদ।
কর্মশালা শেষে প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিদের কক্সবাজার অঞ্চলের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
0 comments: