চকরিয়া টাইমস:
জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইমাম মনোনীত হয়েছেন চকরিয়ার কৃতি সন্তান মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম।
ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে গত রোববার ২৯জুন অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. অধ্যাপক আ.ফ.ম খালিদ হোসেন। এতে তিনি শ্রেষ্ঠ ইমাম জাহিদুল ইসলামসহ সকল বিজয়ীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও চেক প্রদান করেন।
মাওলানা জাহিদুল ইসলাম পালাকাটার কৃতি সন্তান চকোরিয়া কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং পাশাপাশি তিনি সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কাজে জড়িত আছেন।
এছাড়া দক্ষিণ পালাকাটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এ সম্মাননায় ভূষিত হওয়ায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের আরও বেশি সেবা করার সুযোগ পেতে সকলের কাছে দোয়া চেয়েছেন।
0 comments: