চকরিয়া টাইমস :
চকরিয়ার হারবাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবকাঠামোগত সংস্কার ও সেবার মানোন্নয়নের দাবিতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন জুলাই আন্দোনের অন্যতম মুখপাত্র সাখাওয়াত হোসাইন শিপনের নেতৃত্বে হারবাংবাসী।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন, আমি নিজেও কিছুদিন আগে এই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি পরিদর্শন করেছি, আমি দ্রুত সময়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একজন চিকিৎসক নিয়োগ, চিকিৎসক সহকারীকে নিয়মিত রোগী দেখার জন্য অবহিত করবো। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য উদ্যোগ গ্রহন করবো।
স্মারকলিপি প্রদান শেষে জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ও সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের দাওয়া ও ছাত্রকল্যান সম্পাদক সাখাওয়াত হোসাইন শিপন বলেন, আমরা আগের মতো এই কেন্দ্র থেকে চিকিৎসাস সেবা পেতে চাই। আমাদের ইউনিয়নে ৪৪ হাজার মানুষ বসবাস করেন, কিন্ত চিকিৎসাহ সেবা পাচ্ছে না। যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হয় তাহলে এই সমস্যা সমাধান হবেন বলে আশা ব্যাক্ত করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক টুটুল বলেন, আমাদেরকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখার সুযোগ নেই। যদি সুন্দর একটা সমাধান পেতে চাই সেক্ষেত্রে সরকার এবং জনগণকে একসাথে কাজ করতে হবে।
0 comments: