চকরিয়া টাইমস:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে-২০২৫ সালের শ্রেষ্ঠ মডেল কেয়ারটেকার নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া উপজেলার মাওলানা শামশুল ইসলাম।
কর্মক্ষেত্রে সার্বিক যোগ্যতা ও দক্ষতা বিবেচনায় জেলার ২ জন শ্রেষ্ঠ নির্বাচিতদের মধ্যে মাওলানা শামশুল ইসলাম প্রথম স্থান অধিকার করেন। ২০১৭ থেকে শুরু করে এবছরসহ চতুর্থবারের মতো তিনি জেলার শ্রেষ্ঠ মডেল কেয়ারটেকার নির্বাচিত হন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি স্বরূপ এ সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
ইফার উপ-পরিচালক কৃষিবিদ ড. আবু তালহার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর, ফিল্ড অফিসার মোহাম্মদ ফজল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে কাজের স্বীকৃতি প্রদান করায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক, সহকারী পরিচালক ও ফিল্ড অফিসারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাওলানা শামশুল ইসলাম। সেইসাথে এধারা অব্যাহত রাখতে তিনি সবার দোয়া কামনা করেছেন।
0 comments: