কক্সবাজার শহর জামায়াতের রুকন সমাবেশ
চকরিয়া টাইমস : কক্সবাজার শহর জামায়াতে ইসলামী আয়োজিত এক রুকন (সদস্য) সমাবেশ শনিবার (১১ অক্টোবর) শহরের অভিজাত হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি রিয়াজ মুহাম্মাদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শহর জামায়াতের কর্মপরিষদ ও শূরা সদস্যসহ বিভিন্ন ওয়ার্ডের রোকনগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় রুকনগণ হচ্ছেন জামায়াতের মূল ভিত্তি। ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রুকনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান অন্যায়-অবিচারের যুগে রুকনদের দৃঢ় ঈমান ও ত্যাগের মনোভাব নিয়েই কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে শহর আমীর আবদুল্লাহ আল ফারুক বলেন, “আমরা আল্লাহভীরু, দেশপ্রেমিক ও জনকল্যাণমুখী সমাজ গঠনে কাজ করছি। প্রতিটি রুকনকে নৈতিক ও আদর্শিক দৃষ্টান্ত হয়ে উঠতে হবে।”
0 comments: