শাহজালাল শাহেদ, চকরিয়া:
সারাদেশের ন্যায় চকরিয়ায় পৌরসভা ও একাধিক ইউনিয়ন কেন্দ্রিক ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীনের সভাপতিত্বে আয়োজিত টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত ও চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর হায়দার আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাইফুল আলম, চকরিয়া পৌরসভা টিকাদান সুপার ভাইজার মো. নাজেম উদ্দিনসহ সাংবাদিক, বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, অভিভাবকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
0 comments: