চকরিয়া টাইমস :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, শ্রমিক নেতা মাওলানা মুহাম্মদ মুহসীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানের পূর্বে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল।
সমাবেশে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এর মাধ্যমে দেশ কে নতুন কাঠামোয় নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন সাধনে জনমত তৈরি হয়েছে। কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দলের অনীহা ও চাপের কারণে সরকার জনমতকে উপেক্ষা করে যেনতেন একটি নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ছাত্র- জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ কে আমরা পুরাতন ধারায় ফিরিয়ে নিতে চায় না। পুরাতন বন্দোবস্ত চলতে দেশে নতুন ফ্যাসিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবিলম্বে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে 'পিআর' পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
0 comments: