চকরিয়া টাইমস:
চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পূর্বহাজিয়ান একতা সংঘের উদ্যোগে প্রথমবারের মতো তাফসীরুল কুরআন মাহফিল-২০২৬ হাজিয়ান আদর্শ বিদ্যালয় সংলগ্ন ময়দানে অনুুষ্ঠিত হয়েছে। সোমবার (৫জানুয়ারী) বিশাল মাহফিলে অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন দক্ষিণ হাজিয়ান পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শাহাব উদ্দিন, হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ আবু আইয়ুব আনসারী, উত্তর হাজিয়ান পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী আবু ছিদ্দিক ও পূর্বহাজিয়ান একতা সংঘের উপদেষ্টা মুহাম্মদ হেলাল উদ্দিন।
বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে আলোচনা পেশ করেন মাওলানা মাহমুদুল হাসান (রাজশাহী), মাওলানা মুফতি মুহাম্মদ ওবাইদুল্লাহ রফিক (গাজীপুর), মাওলানা মুহাম্মদ গাজী শরীয়ত উল্লাহ জিহাদী (চট্টগ্রাম), মাওলানা এম. মামুনুর রশীদ (চট্টগ্রাম), মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন হেলালী (চকরিয়া), মাওলানা মুহাম্মদ জামাল হোছাইন নূরী (চকরিয়া), মাওলানা
মুহাম্মদ জাকের হোসেন হেলালী (চকরিয়া), মাওলানা মুহাম্মদ উসমান আল হাসান (চকরিয়া), মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান জিহাদী (চকরিয়া) ও মাওলানা মুহাম্মদ আব্বাস উদ্দিন কুতুবী (চকরিয়া)। এসময় অতিথি, মাহফিল পরিচালনা কমিটির সভাপতি-সেক্রেটারিসহ সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 comments: