চকরিয়া টাইমস:
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবা কার্যালয়ের উপকারভোগীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সমাজসেবা কার্যালয়ের মনোনীত উপকারভোগিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

0 comments: