চকরিয়া টাইমস :
গ্লোবাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখা এখন নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)-২০২৫ হতে নতুন ঠিকানা চকরিয়া পৌরশহরের আরাকান সড়কস্থ নূর মজিদ মার্কেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ শাহনূর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় শাখার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, পূর্বে এই শাখার কার্যক্রম চকরিয়া সিস্টেম কমপ্লেক্স হতে পরিচালিত হতো।
0 comments: