চকরিয়া টাইমস:
চকরিয়ার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির সাধারণ সভা-২০২৫ ও প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠান জমকালো আয়োজনে বাজার ভবন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানে ২৩জন প্রবীণ সফল ব্যবসায়ীকে সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৯টায় সমিতির সভাপতি ডাঃ খাইরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ।
প্রবীণ ব্যবসায়ীদের মধ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাঃ রতন কুমার চৌধুরী, দয়াল বাবু ও রশিদ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।
আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে সফলতার স্বীকৃতি স্বরূপ সংবর্ধিত প্রবীণ ২৩জন ব্যবসায়ীর মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধিত প্রবীণ ব্যবসায়ীরা হলেন; আলহাজ্ব মৌলভী ইয়াকুব সওদাগর, আলহাজ্ব আব্দুল গণি কোম্পানি, আলহাজ্ব আবুল হাশেম সওদাগর, আলহাজ্ব আব্দুল হাকিম সওদাগর, আলহাজ্ব শাহ আলম সওদাগর, আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগর, হায়াতুল ইসলাম সওদাগর, আলহাজ্ব দলিলুর রহমান সওদাগর, আলহাজ্ব শাহ আলম সওদাগর, আলহাজ্ব আবু তাহের সওদাগর, নিবারণ শীল সওদাগর, আলহাজ্ব সিকান্দর সওদাগর, দেলোয়ার হোসেন সওদাগর, আব্বাস আহমদ সওদাগর, আবুল কালাম সওদাগর, আবদুল হাকিম সওদাগর, আবুল কাশেম সওদাগর, শাহজাহান সওদাগর, আলহাজ্ব আকতার আহমদ সওদাগর, ডাঃ রতন কুমার চৌধুরী, ওসমান গণি সওদাগর, মোহাম্মদ নূরু সওদাগর ও হাজী জালাল উদ্দিন সওদাগর।
এসময় সমিতির সহ-সভাপতি মৌলভী এরফান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুহুল কাদের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুবিনুল ইসলাম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শহীদ, সহ-অর্থ সম্পাদক আবদুল মালেক, স্মার্ট কিচেনের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আতিকুর রহমানসহ সমিতিভুক্ত সর্বস্তরের ব্যবসায়ী সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত র্যাফেল ড্রয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ ২৫জন ভাগ্যবান বিজয়ীর হাতে আকর্ষণীয় উপহার তুলে দেয়া হয়।

0 comments: