শ্রেষ্ঠ সমবায়ীর সম্মাননা পেলেন দর্পন সমবায় সমিতির সভাপতি ডাঃ তেজেন্দ্র লাল দে

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ীর সম্মাননা পেয়েছেন দর্পন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি গরীবের চিকিৎসক হিসেবে সুপরিচিত ডাক্তার তেজেন্দ্র লাল দে। 
শনিবার (১ নভেম্বর) “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সুগন্ধা মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এতে দর্পন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে’র হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। 
চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মোঃ তৌহিদুল আনোয়ার। 
এছাড়াও চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপি নেতা তরুণ চন্দ্র শীলসহ বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: