চকরিয়া টাইমস:
কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চকরিয়ায় উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৫টায় চিরিংগা ইসলামী ব্যাংকের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রশিবির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সৈয়দ করিম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. শওকত আলী, সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাহফুজুল করিম, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান ও চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মোরশেদ।
মানববন্ধনের সমাবেশে বক্তারা বলেন- শিক্ষাদীক্ষার উন্নয়নে কক্সবাজারে একটি মানসম্মত আন্তর্জাতিকমানের পাবলিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা অবহেলিত কক্সবাজারবাসীর প্রাণের দাবি। এটি প্রতিষ্ঠিত হলে কক্সবাজারের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। পাশাপাশি এতদাঞ্চলের বেকার যুবকসহ সর্বসাধারণের কর্মসংস্থানমুখী কল্যাণ সাধিত হবে। তাই অনতিবিলম্বে সচেতন অভিভাবক মহলসহ কক্সবাজারবাসীর প্রাণের দাবি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। এছাড়া মানববন্ধনের সমাবেশ থেকে- একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি মানসম্মত ক্যাডেট কলেজ স্থাপনেরও দাবি জানান বক্তারা।



0 comments: