চকরিয়া টাইমস :
চকরিয়ার খুটাখালীতে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে খুটাখালী স্টেশন থেকে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এরআগে মোটর শোভাযাত্রার মাধ্যমে খুটাখালী স্টেশন থেকে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন।
জামায়াত নেতা দাঁড়িপাল্লার মার্কার এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক খুটাখালীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে সর্বস্তরের মানুষের সাথে সালাম ও কুশলাদি বিনিময় এবং তাদের সুখ-দুঃখের কথা জানার চেষ্টা করেন। তিনি ইউনিয়নের বিভিন্নস্থানে অনুষ্ঠিত পথসভায় দাঁড়িপাল্লার মার্কায় ভোট সমর্থন ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন।
এসময় উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা সৈয়দ করিম, খুটাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমানসহ স্থানীয় জামায়াত-শিবির ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: