চকরিয়ায় গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলায় নানান আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫। রোববার (২৬ অক্টোবর) চকরিয়া থানা সেন্টারস্থ নতুন কার্যালয় থেকে এক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চকরিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

কৈয়ারবিল ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহবায়ক মোহাম্মদ সাকের উল্লাহর সঞ্চালনায় ও যুগ্ম আহবায়ক মাস্টার আরাফাত চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও চকরিয়ার নতুন কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কেন্দ্রীয় সহ-সম্পাদক দলীয় মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদের প্রাইম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান।

এতে অতিথির বক্তব্য রাখেন এবি পার্টি মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক এবি ওয়াহেদ, এবি পার্টির চকরিয়া উপজেলা সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম সিকদার, এবি পার্টি চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক আনিছুর রহমান বি.কম ও চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এহেছানুল হক।

এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শাহেদ, চকরিয়া শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিয়াবুল হক, চকরিয়া যুবঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ মোশাররফ, ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আদিত মোহাম্মদ আকরাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ চকরিয়া উপজেলায় গনজোয়ার সৃষ্টি করেছে। ট্রাক মার্কার জনগণ প্রাইম কাদেরের জন্য অপেক্ষা করছে। ১৮ সালের কোটা সংস্কারের আন্দোলনের থেকে ২৪ সালে গণঅভ্যুত্থানের মহানায়ক সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ভাইয়ের হাতে গড়া রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ কক্সবাজার -১ আসনের মাটিতে ট্রাক মার্কার সবুজ সংকেত দেখিয়ে দিয়েছে। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবমুখর জণগনের উপস্থিতি তা প্রমাণ করে। বক্তারা তারুণ্যের হাতকে শক্তিশালী করতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত চকরিয়া-পেকুয়া গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় চকরিয়া গণঅধিকার পরিষদের সদস্য মোহাম্মদ মুফিজুর রহমান, মোহাম্মদ মানিক এমইউপিসহ শ্রমিক, যুব, ছাত্রঅধিকার পরিষদ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। একইসাথে প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: