ফেসবুকে অপপ্রচার: মামুনুর রশিদ নূরীর প্রতিবাদ

চকরিয়া টাইমস:

বিগত ১৯/১০/২০২৫ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম Malumghat Barta নামের ফেইসবুক আইডি থেকে প্রকাশিত কুরুচিপূর্ণ, মানহানিকর স্ট্যাটাসটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত স্ট্যাটাসটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

পোস্টকৃত স্ট্যাস্টাসে আমি ও আমার ভাইসহ ১৪ জন ব্যক্তির নাম উল্লেখ করে ছবি দিয়ে মানহানিকর পোস্ট করেন। উক্ত স্ট্যাস্টাসে প্রদত্ত যাবতীয় বক্তব্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষ বিষয় হলো, লোভের বশবর্তী আসাদুল কবির রানা ও তাঁর সহযোগী দরবেশকাটা নিবাসী রেজাউল করিম পরস্পর যোগসাজশক্রমে শঠ, প্রতারণা, আত্মসাৎ ও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে আমিসহ ১৪ জনের প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা আত্মসাৎ করে ফেলে। উক্ত টাকার বিষয়ে চেকের মামলা হয়।

বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত কক্সবাজার এস.টি- ১৪৭১/২০১৯ইং মামলায় বিগত ০৬/০৬/২০২৫ইং তারিখ প্রতারক আসাদুল কবির রানাকে দোষী সাব্যস্থ করিয়া সমমূল্যের অর্থদন্ড এবং ০১ বছরের সশ্রম কারাদন্ড দণ্ডিত আদেশ প্রচার করেন।

বর্তমানে উক্ত প্রতারক, অর্থ আত্মসাৎকারী আসাদুল কবির রানা সাজাপ্রাপ্ত হয়ে জেল হাজতে রয়েছে এবং তার পার্টনার অপর জালিয়তকারী ও প্রতারক ব্যক্তি রেজাউল করিম পলাতক রয়েছে। উক্ত বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করে আমি ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে জালিয়ত চক্রটি Malumghat Barta নামের ফেইসবুক আইডিতে ভুয়া ও মানহানিকর বক্তব্য সম্বলিত স্ট্যাস্টাস প্রদান করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পাশাপাশি আমার পরিবার, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। তাছাড়া অপপ্রচারকারীদের এধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান করছি। অন্যথায় মানহানিকর মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর দায়ে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হবো।

প্রতিবাদকারী
মামুনুর রশিদ নূরী
বাসিন্দা
চকরিয়া পৌরসভা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: