চকরিয়া টাইমস:
চকরিয়ার কৈয়ারবিল ৭নং ওয়ার্ড ইসলামনগরের অন্যতম শিশু বান্ধব দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর আড়াই শতাধিক শিক্ষার্থী পেয়েছে টাইফয়েড ভ্যাকসিন।
রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে আটটায় মাদরাসা মিলনায়তনে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হয়। শিক্ষার্থীরাও সানন্দে স্বেচ্ছায় এ টিকা গ্রহণ করেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রউফ মনছুরের সার্বিক তত্ত্বাবধানে সকল শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় টিকা কার্যক্রম পরিচালনা করেন চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সালাহউদ্দিন ও রাজিয়া সুলতানা।


0 comments: