চকরিয়া টাইমস :
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক এম.পি, ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, "জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে জেলে পরিবারে প্রতি মাসে ১০০ কেজি করে চাল দেওয়া হবে। সমুদ্রে মাছ ধরতে গিয়ে জেলেরা যাতে হয়রানির শিকার না হয় তার ব্যবস্থা নিবে। সাগরে ডাকাতের উপদ্রব থামাতে নৌ-পুলিশ, নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে উদ্দেশ্য করে বলেন, ডাকাতরা আমাদের জেলেদের নিরাপত্তা জনিত হুমকি তৈরি করছে। সাগরে জলদস্যুদের দ্বারা জেলেরা সীমাহীন অত্যাচারের শিকার হচ্ছে। আহরিত মাছ লুট করছে, জেলেদের হত্যা করছে। যার কারণে জেলেরা মাছ ধরতে সাগরে নামতে ভয় পাচ্ছে। সাগরে নিরাপত্তা বাড়াতে হবে, দেশের অর্থনীতিতে মৎসজীবীদের অবদান কম নয়।"
তিনি বুধবার (২২ অক্টোবর) কুতুবদিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে উত্তর অঞ্চলে ধূরুং হাইস্কুলের মাঠে ও দক্ষিণ অঞ্চলে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে মাঠে আয়োজিত মৎসজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যেন এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম অঞ্চল জামায়াতের টিম সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান। কুতুবদিয়া উপজেলা আমীর, সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওঃ নুরুল আমিন, মাঝি মোঃ হোসাইন, নুরুল ইসলাম, অমুসলিম সম্প্রদায়ের নেতা তপন দাস, শফিউল আলম মাঝি প্রমুখ।
হামিদুর রহমান আযাদ বলেন, "দেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন দেখতে চায় না। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য পদ্ধতি অপরিহার্য। আমরা পিআর পদ্ধতির দাবি জানাচ্ছি। কিন্তু এই পদ্ধতি চালুর আগে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভোটের আয়োজন নভেম্বরেই করা হোক। তিনি আরও বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য ।"
তিনি আরো বলেন, "দেশের ৫৪ বছরের ইতিহাসে সরকার বদল হলেও মানুষের ভাগ্য বদলায় নাই। জামায়াতে ইসলামী কর্মী-সমর্থকদের সৎ ও যোগ্য করে গড়ে তোলার প্রশিক্ষণ দেয়। সৎ শাসকেরা মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলেনা, যার হক তার কাছে পৌঁছে দেয়। জামায়াতে ইসলামী দেশ শাসনের সুযোগ পেলে দুর্নীতি, চাঁদাবাজি দূর করবে এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।"
সমাবেশ পরবর্তী তিনি কুতুবদিয়ার বৃহৎ বাজার ধূরুং ও বড়ঘোপ বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় এবং গণসংযোগে ব্যস্থ সময় পার করেন।

0 comments: