শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।
বুধবার (২২ অক্টোবর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার, মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান, চকরিয়া সিটি কলেজের সভাপতি অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন ও বিশিষ্ট সমাজসেবক সরোয়ার আলম।
এসময় নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা কমিটির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান, উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


0 comments: