চকরিয়া টাইমস:
কক্সবাজার পৌরসভা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষায় জিপিএ ফাইভসহ উর্ত্তীণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শহরের এক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমীর চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি সালমান ফারসির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম নুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে অতিথিবৃন্দ জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


0 comments: