ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চকরিয়া উপজেলা জামায়াতের আলোচনা সভা

চকরিয়া টাইমস: 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) চকরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় জামায়াতের চকরিয়া উপজেলা সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুর, সাংগঠনিক সেক্রেটারী মাস্টার মোহাম্মদ হোছাইন, প্রশিক্ষণ সম্পাদক মাস্টার রশিদুর রহমান , অর্থ সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সভাপতি শরিফুল আমিন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাসূল (সা.) মানবজাতির মুক্তির দূত। তাঁর জীবনাদর্শ বিশ্ববাসীর জন্য অনুসরণীয় ও আদর্শিক পথনির্দেশ। তাঁরা আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অবিচার দূর করতে হলে আমাদের প্রিয় নবী করীম (সা.)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করা আবশ্যক। ইসলামের দাওয়াত ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুব সমাজকে রাসূল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে পারলে শান্তিময় সমাজ গঠন সম্ভব হবে।

পরে মহানবী (সা.)-এর উম্মতের ঐক্য, মুসলিম বিশ্বের শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: