চকরিয়ার দেড় শতাধিক পল্লী চিকিৎসকদের নিয়ে এভার কেয়ার হসপিটালের সায়েন্টিফিক সেমিনার

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 

চকরিয়ার দেড় শতাধিক পল্লী চিকিৎসকদের নিয়ে এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের আয়োজনে “সার্জিক্যাল ইমার্জেন্সি ইন আউটরিচ” শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুর বারোটায় চকরিয়া পৌরশহরের সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তনে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি চকরিয়া উপজেলা শাখার সভাপতি ডাঃ খাইরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ছরোয়ার কামালের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ ফরিদুল ইসলাম।

সেমিনারে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত প্রসঙ্গে গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান আলোচকের বক্তব্য রাখেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগের কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট (ভিজিটিং) ডাঃ ঋভুরাজ চক্রবর্তী। তিনি বলেন, আজকের চিকিৎসকদের স্বল্প সময়ের তথ্যবহুল সায়েন্টিফিক সেমিনারটি জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এতদাঞ্চলের রোগির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উপস্থিত অংশগ্রহণকারী চিকিৎসকদের সার্বিক সফলতা এবং সমৃদ্ধি কামনা করে বক্তব্যের ইতি টানেন। 

এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের এসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ মোরশেদের পরিচালনায় পল্লী চিকিৎসক সমিতি চকরিয়া শাখার সহ-সভাপতি ডাঃ আবদুল জলিল, সহ-সাধারণ সম্পাদক ডাঃ মাঈনউদ্দিন সুলতান, সাংগঠনিক সম্পাদক ডাঃ আবদুস সামাদসহ আয়োজক কমিটির সেমিনার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সমিতিভুক্ত দেড় শতাধিক চিকিৎসকের মাঝে উপহার ও দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: