চকরিয়া টাইমস:
ইসলামী ছাত্রশিবির চকরিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট রোববার (৯ নভেম্বর) কলেজ মাঠে শুরু হয়েছে।
উদ্বোধনী খেলায় মানবিক প্রথমবর্ষ ক্রিকেট একাদশকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে মানবিক দ্বিতীয়বর্ষ ক্রিকেটদল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মো. আরিফুল কবির।
টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল ইসলাম।
কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মোরশেদ ও সেক্রেটারি মো. মনির উল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের ৮টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

0 comments: