চকরিয়ার পালাকাটা ইসলামী যুব কল্যাণ পরিষদের ১৪তম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

চকরিয়ার পালাকাটা ইসলামী যুব কল্যাণ পরিষদের ১৪তম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার চিরিংগা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পালাকাটা ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ১৪তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল পালাকাটা দাখিল মাদরাসা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ২২ডিসেম্বর বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এনয়ামুল হক ও ডুলাহাজারার কাটাখালী মজিদিয়া ছিদ্দিকিয়া হেফজখানা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মাছুম। 

অনুষ্ঠিত মাহফিলে আলোচনা পেশ করেন দেশের বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এম. সাব্বির বিন লোকমান (ঢাকা), মাওলানা আহমদ আলী মোল্লা (ঢাকা), রঙ্গিখালী ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নেজাম উদ্দিন এম.এ ও চকরিয়ার কৃতি সন্তান তরুণ আলোচক মাওলানা মারুফ বিন জাকারিয়া। 

মাহফিল পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক ও সেক্রেটারি সাহেদুল ইসলাম সাহেদের সার্বিক তত্বাবধানে অর্থ সম্পাদক আশরাফুল হক তুহিন, সহ-অর্থ সম্পাদক আকিবুল হাসান আরফাত, আবু হানিফ, প্রচার সম্পাদক মোর্শেদ ইসলাম, আব্দুল হাফেজ, জামসেদ উদ্দিন অনিকসহ সকল সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। 

অন্যদিনে মাহফিল আয়োজক কমিটির ব্যবস্থাপনায় আলাদা প্যান্ডেলে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা শ্রবণ করতে মাহফিলে অংশগ্রহণ করেছেন শতশত মহিলা শ্রোতারাও।

চকরিয়ার রহমানিয়া বালক-বালিকা হাফেজখানার দস্তারবন্দী হলো ১২ হাফেজ শিক্ষার্থী

চকরিয়ার রহমানিয়া বালক-বালিকা হাফেজখানার দস্তারবন্দী হলো ১২ হাফেজ শিক্ষার্থী

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার সুপরিচিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রহমানিয়া বালক-বালিকা হাফেজখানা ও এতিমখানা মাদরাসার দস্তারে ফজিলত ও ইছালে ছাওয়াব মাহফিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

এতে ৮জন ছাত্রী ও ৪জন ছাত্রসহ ১২জন হাফেজ শিক্ষার্থী দস্তারবন্দী ও ক্রেস্ট এবং প্রাক্তন হাফেজ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। 

রোববার (২১ ডিসেম্বর) বর্ণাঢ্য  দস্তারবন্দী অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক হাফেজ মাওলানা বশির আহমদ। 

কাকারা তাজুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও তরুণ ইসলামী আলোচক মাওলানা আলাউদ্দিন ইমামীর সঞ্চালনায় মাহফিলে আলোচনা পেশ করেন চকরিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন ফারুক, টেকনাফ জাহাজপুরা মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জাকের হোসাইন, ইয়াংছা মাদরাসার শিক্ষাপরিচালক মুফতি মাহবুবুর রহমান, মাওলানা শেখ আহমদ ও মাওলানা হেলাল উদ্দিন। 

এসময় মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরে মাদরাসার সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

হাদির ইনসাফপূর্ণ দেশ গড়ার স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের সকলের: ওমর বিন হাদি

হাদির ইনসাফপূর্ণ দেশ গড়ার স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের সকলের: ওমর বিন হাদি

চকরিয়া টাইমস:

শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেছেন, “আমার ছোট ভাই শরীফ ওসমান বিন হাদি সবসময় বলত ‘আমাকে আল্লাহ রক্ষা করবেন। আমার নিরাপত্তার দায়িত্ব আল্লাহর। আল্লাহ আমাদের পরিবার-পরিজন ও দেশের ১৮ কোটি মানুষকে নিরাপত্তা দিবেন। আমরা দেশকে আধিপত্যবাদীদের কবল থেকে মুক্ত করার জন্য রাজপথে নেমেছিলাম। আমরা শোষণ-জুলুমের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ইনসাফপূর্ণ দেশ গড়ার জন্য রাজপথে নেমেছি’।”

ওমর বিন হাদি আরও বলেন, “আমার ভাই ওসমান হাদি শাহাদাত বরণ করেছে। ওসমান যে স্বপ্ন দেখত সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের সকলের। তার অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে এগিয়ে আসার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের পরিবার-পরিজন সকলের কল্যাণের জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।”

তিনি আজ ২১ ডিসেম্বর সকাল ১০ টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের অকুতোভয় বিপ্লবী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির শাহাদাৎ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাকসুর সাবেক ভিপি এড. জসিম উদ্দিন সরকার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ও এড. ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, ড. আবদুল মান্নান প্রমুখ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের অকুতোভয় বিপ্লবী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদী শির উঁচু করে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি একজন অত্যন্ত সৌভাগ্যবান শহীদ। তার শাহাদাতের পর দেশবাসী তার অনেক বক্তব্য টিভি চ্যানেলসহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শোনার সুযোগ পেয়েছেন। তার বক্তব্যে আমরা দেখতে পাই, তিনি বারবার শহীদ হওয়ার আকাক্সক্ষা ব্যক্ত করেছিলেন। আল্লাহ তার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন। আজ তার দুনিয়া ও আখিরাতের জীবন স্বার্থক হয়েছে বলে আমরা মনে করি।”

তিনি বলেন, “শহীদ ওসমান হাদির পরিস্কার-পরিচ্ছন্ন, সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে। তার শাহাদাতের পরে মানুষের মধ্যে যে জোয়ার, জজবা ও আকাক্সক্ষা সৃষ্টি হয়েছে তা এক বিরল ঘটনা। গতকাল তার নামাজে জানাযায় সরকার প্রধান, উপদেষ্টাবৃন্দ এবং দেশের রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের লাখ লাখ মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে, তা দেশের ইতিহাসে নজিরবিহীন। আল্লাহ তার আকাক্সক্ষা পূরণ করে তাকে দুনিয়ায় অতি উঁচু মর্যাদা দিয়েছেন এবং আমরা আশাকরি আখিরাতেও আল্লাহ তাকে অতি উঁচু মর্যাদা দান করবেন। তাকে হারিয়ে তার পরিবার-পরিজন শোকে কাতর হয়ে পড়েছেন। আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আল্লাহ তায়ালা শহীদ ওসমান বিন হাদিকে রাজকীয় মর্যাদা দিয়েছেন। আল্লাহ তার পরিবার-পরিজনকেও দুনিয়ায় বিরাট মর্যাদা দিয়েছেন এবং আমরা আশাকরি আখিরাতেও আল্লাহ তায়ালা বিরাট মর্যাদা দিবেন।”

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস শহীদ ওসমান হাদির জানাযায় অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ হৃদয়গ্রাহী বক্তব্য দেন। কিন্তু ওসমান বিন হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের ব্যাপারে কোনো কথাই বলেননি। ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের ব্যাপারে অবশ্যই বক্তব্য দেয়া উচিত ছিল। আমরা আশাকরি, তিনি এ ব্যাপারে জাতির সামনে স্পষ্ট বক্তব্য দিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করবেন। দেশবাসীর প্রশ্ন ওসমান বিন হাদীর খুনিরা হামলার ছয় ঘণ্টা পর কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারল? কেন সরকার তাদেরকে গ্রেফতার করতে পারল না? সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা কী করেছে? গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ওসমান বিন হাদির হত্যাকারীদের সহযোগিতাকারী কেউ লুকিয়ে আছে কিনা তা অবশ্যই তদন্ত করে দেখা উচিত। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য তিনি সরকারের নিকট জোর দাবি জানান।”

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হত্যাকারীদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য সরকারকে যে আল্টিমেটাম দিয়েছে তার সাথে একাত্বতা ঘোষণা করে তিনি বলেন, “অবিলম্বে ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের ব্যাপারে সরকারের সুস্পষ্ট বক্তব্য দাবি করছি। হাদির জানাযায় অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা যে ওয়াদা করেছেন তা অবিলম্বে পূরণ করার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন, ওসমান হাদি আধিপত্যবাদ মুক্ত স্বাধীন-সার্বভৌম, ইনসাফপূর্ণ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমাদের সকলের। এই দায়িত্ব ঐক্যবদ্ধভাবে পালনে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।”

মাওলানা এটিএম মা’ছুম বলেন, “আল্লাহ তায়ালা শহীদ শরীফ ওসমান বিন হাদির আশা পূরণ করেছেন। শহীদ শরীফ ওসমান বিন হাদি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের সুখ-শান্তিতে বসবাসের উপযোগী একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে তার স্বপ্ন- আধিপত্যবাদ মুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ, দেশ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই তার স্বপ্ন স্বার্থক হবে। শরীফ ওসমান বিন হাদির শাহাদাত কবুল করে তাকে জান্নাতে অতি উচ্চ মর্যাদা দেয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং শহীদ ওসমান বিন হাদির পরিবার-পরিজনসহ সবাইকে হেফাজত করার জন্য দোয়া করেন।”

আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দোয়া মাহফিলে উপস্থিত সবাইকে নিয়ে ওসমান হাদির শাহাদাত কবুল করে তাকে জান্নাতে অতি উচ্চ মর্যাদা প্রদান করার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেন।

শহীদ হাদির স্মরণে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের দোয়া মাহফিল

শহীদ হাদির স্মরণে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, জামায়াত নেতা মাস্টার মোহাম্মদ মুসা, আবদুল্লাহ আল মামুর, শ্রমিক নেতা শরিফুল আমিন প্রমুখ।

এসময় কৈয়ারবিল ইউনিয়ন জামায়াত ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
শহীদ হাদির স্মরণে বরইতলীতে জামায়াতের দোয়া মাহফিল

শহীদ হাদির স্মরণে বরইতলীতে জামায়াতের দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

চকরিয়ার বরইতলী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (২০ ডিসেম্বর) বরইতলীর স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বরইতলী ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শওকতুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর ও চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ।

এসময় জামায়াত নেতা ​মাওলানা রশিদুর রহমান চৌধুরী, ​সিরাজুল ইসলাম, আরিফুর রহমান চৌধুরী মানিক, বরইতলী ইউপি মোহাম্মদ ছালেকুজ্জামান, মাওলানা আবু সাঈদ আনচারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।​

সভায় বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির জীবন ও আদর্শের ওপর আলোকপাত করেন। তারা বলেন, ইনসাফ কায়েমের আন্দোলনে শহীদের রক্ত বৃথা যাবে না। বক্তারা শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার রেখে যাওয়া স্বপ্ন পূরণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

​আলোচনা সভা শেষে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

চকরিয়া টাইমস:

চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সভা শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আমিনুজ্জামানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, সাবেক নায়েবে আমীর মাস্টার মুহাম্মদ মুছা, জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি শরিফুল আমিন ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম।

এসময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাইক দুর্ঘটনায় মারা গেছে চকরিয়া পৌরশহরের আয়াস নামের যুবক

বাইক দুর্ঘটনায় মারা গেছে চকরিয়া পৌরশহরের আয়াস নামের যুবক

চকরিয়া টাইমস:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালায় হানিফ বাসের ধাক্কায় মো. সফিউল আলম আয়াস (২৪) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াস দুবাই প্রবাসী বলে জানা গেছে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, দুর্ঘটনা কবিলত বাস ও মোটরসাইকেল ফাঁড়ি পুলিশ হেফাজতে রয়েছে। স্থানীয়রা নিহত আয়াসকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। নিহত যুবক চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের মো. সেলিম উদ্দিনের ছেলে।
চকরিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

চকরিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

চকরিয়া টাইমস: 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে চকরিয়ায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন চকরিয়া পৌরসভার জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন। 

বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক অধ্যাপক মো. শওকত আলী, তরুণ বিএনপি নেতা দিদারুল ইসলাম, ছাত্রপ্রতিনিধি ইবরাহিম ফারুক, মাহমুদুল হাসান ও হোসনে মোবারক। 

এসময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাযার সমাবেশ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়। একইসাথে শহীদ হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

কুচকাওয়াজ ও ডিসপ্লেতে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

কুচকাওয়াজ ও ডিসপ্লেতে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস : 

চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস-২০২৫ এর অনুষ্ঠানে মাধ্যমিক শাখার কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে বিদ্যালয়টির সহকারী শিক্ষক সাজ্জাদ হোসাইন ও রুহুল আমিনের তত্ত্বাবধানে কুচকাওয়াজ এবং সিনিয়র শিক্ষক নরেশ রুদ্র, ইমরানুল ইসলাম ও নার্গিস আক্তারের তত্বাবধানে মনমুগ্ধকর ও নান্দনিক ডিসপ্লে প্রদর্শন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন। 

অতিথিবৃন্দ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় টিমের হাতে পুরস্কার তুলে দেন। 

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এদিকে চ্যাম্পিয়ন টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ। 


চকরিয়ায়  জামায়াতের স্মরণকালের বিজয় মিছিলে বাঁধভাঙ্গা জোয়ার

চকরিয়ায় জামায়াতের স্মরণকালের বিজয় মিছিলে বাঁধভাঙ্গা জোয়ার

চকরিয়া টাইমস:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আধিপত্যবাদমুক্ত জুলাই চেতনার বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য আজ অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, বিভক্তির রাজনীতি নয়; দেশ গড়ার রাজনীতিই আজ সময়ের দাবি। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং ইতিহাস বিকৃত করেছে। তিনি আরও বলেন, জুলাইয়ের সম্মুখ যোদ্ধা হাদির ওপর হত্যাচেষ্টা বাংলাদেশের মানচিত্রের ওপর হামলার শামিল।

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পেকুয়া উপজেলা শাখার সমন্বিত উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ২টায় চকরিয়া সরকারি কলেজ ময়দানে এক বর্ণাঢ্য র‌্যালি ও র‌্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন।

চকরিয়া সরকারি কলেজ ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল র‌্যালি কলেজ চত্বর থেকে শুরু হয়ে চকরিয়া বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। র‌্যালিটি চকরিয়া-পেকুয়া অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে মনে করেন বিশ্লেষকরা।

জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদের সভাপতিত্বে র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, বৈষম্যের শিকার উন্নয়ন বঞ্চিত চকরিয়া-পেকুয়াকে রাজনৈতিক দখলদারিত্ব মুক্ত করে কাংখিত উন্নয়নে কাজ করে যাবো। আমরা যদি সরকার গঠন করি; আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬লেনে উন্নীত করা হবে এবং শিক্ষাবান্ধব চকরিয়া গড়তে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে আশ্বস্ত করেন উপস্থিত জনসাধারণ ও ছাত্রসমাজকে।

বিজয় র‌্যালিপূর্ব বিশাল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম। এছাড়া বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহিম নূরী, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক ও পেকুয়া উপজেলা জামায়াত নেতা সরফরাজ আল নেওয়াজ।

পুরো সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন ও পেকুয়া উপজেলা সেক্রেটারি ডাঃ নুরুল কবির।

এসময় জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা এইচএম বদিউল আলম জিহাদী, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান, হারবাং ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দীন আহমদ বাবর, লক্ষ্যারচর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরিফুল আমিন, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আবুল কালাম, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু নাঈম আযাদ, গোলাম কবির, এডভোকেট মোহাম্মদ আলী ও মোহাম্মদ মুছাসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা স্বাধীনতা ও বিজয়ের প্রকৃত চেতনা বাস্তবায়নে ইসলামভিত্তিক রাজনীতি এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।